সিলেটের আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিশেষ বৈঠক করে এমসি কলেজের ছাত্রাবাস পোড়ানোর সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

শুক্রবার দুপুরে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকের পরপরই আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ছাত্রাবাস পোড়ানোর সাথে জড়িতদের গ্রেফতারে গতকালই এমসি কলেজের আশপাশ এলাকাসহ বেশ কয়েকটি স্থানে অভিযান চালায়।

তবে রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি তারা। বৈঠকে উপসি’ত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা কর্মকর্তা এ তথ্য জানান।

দুপুর ১১টায় অনুষ্ঠিত বৈঠকে সিলেটের বিভাগীয় কমিশনার এমএন জিয়াউল আলম, জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার অমূল্যভূষণ বড়ুয়া, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব-৯ এর উপ-অধিনায়কসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এমসি কলেজের ছাত্রবাস সিলেটের প্রাচীনতম একটি ঐতিহ্য। ছাত্রাবাস পোড়ানোয় সিলেটের মানুষের আবেগের জায়গায় আঘাত লেগেছে। তাই ছাত্রাবাস পোড়ানোর সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। কোনো ছাত্র এটা করতে পারেনা। যারাই এ ঘৃণিত কাজের সাথে জড়িত তাদের শাস্তি হওয়া উচিত।