শনিবার বিকেল সাড়ে চারটায় কুমিল্লায় জামায়াতে ইসলামির এক নেতাকে আওয়ামী লীগ কর্মীরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে কুমিল্লা মহানগরী ও চৌদ্দগ্রাম মহসড়কে প্রতিবাদ মিছিল করেছে জামায়াতে ইসলামি।
অপরদিকে সংবাদ সম্মেলনে আগামী সোমবার কুমিল্লা জেলায় হরতালের ঘোষণা দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির আবদুস সাত্তার।
নিহতের নাম- আলাউদ্দিন। তিনি চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের চাচাতো ভাই।
শনিবার বিকেল সাড়ে চারটায় আওয়ামী লীগ কর্মীরা স্থানীয় ইউপি মেম্বার নুরে আলম ও ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুর নেতৃত্বে ডা. তাহেরের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আলাউদ্দিনকে বাড়ি থেকে ডেকে এনে গুলি করেছে বলে অভিযোগ করেছেন নিহতের ভাই গিয়াস উদ্দিন। পরে মুমুর্ষু অবস্থায় আলাউদ্দিনকে কুমিল্লা মেডিকেল সেন্টারে নেয়ার পথে আলাউদ্দিন মারা যান।
তিনি বলেন, পুলিশ জামায়াত নেতা হত্যাকারীদের গ্রেফতার না করে উল্টো জামায়াত কর্মীদের গ্রেফতার করে হয়রানি করছে।
এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামে ও মহানগরীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে মহানগরীর বিভিন্ন স্পটে ও চৌদ্দগ্রাম এলাকায় ব্যপক পুলিশ মোতায়েন করা হয়েছে।