বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফলেই বিগত সরকারের রেখে যাওয়া ৪০ লাখ মেট্রিকটন খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।” মন্ত্রী বলেন, ”বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালে দেশ খাদ্যে স্বয়ংম্পূর্ণ ছিল না। কিন্তু বর্তমান সরকার মতায় আসার পর দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ৪০ লাখ মেট্রিকটন খাদ্য ঘাটতি নিয়ে ক্ষমতায় আসার পর খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন বিশ্ব রেকর্ড।”

তিনি বলেন, ”বিগত সরকারের রেখে যাওয়া চালের দাম আজ অর্ধেক। আগে একজন কাজের লোক যে মজুরি পেত এখন তার চেয়ে দ্বিগুণ টাকা মজুরি পায়।” বর্তমান সরকারের আমলে দেশ উন্নয়নের পথে হাটছে উল্লেখ করে তিনি দেশের এই উন্নয়নের ধারা বজায় রাখতে আবারো আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।


বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী নারীনেত্রী শহীদ আইভি রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলে ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্ত্মি এবং চার্জশীটে যাদের নাম প্রকাশ হয়েছে তাদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবী শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক নারীনেত্রী ফাতেমা জামান সাথী’র সভাপতিত্বে রিপোর্টার্স ইউনিটির খাজা নিজামউদ্দিন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাসান মাহমুদ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, জনতা ব্যাংকের পরিচালক সাবেক ছাত্রনেতা এড. বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা, আ’লীগ নেতা হারুন অর রশীদ, ঢাকা মহানগর আ’লীগের উপদেষ্টা জি.এম আতিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদিকা নাসিমা আক্তার লাবু, গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল সহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।