আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ মোহাম্মদ আল আলী হত্যাকারীদের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। হত্যাকারীদের বিচারকাজ দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশ সরকার আন্তরিক। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষে এ ধরনের হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করা বর্তমান সরকারের নীতি।

সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ্‌ বিন নাসের আল-বুসাইরি (উৎ. অনফঁষষধয ইরহ ঘধংবৎ অষ-ইঁংধরৎর) এর সাক্ষাৎকালে গতকাল আইনমন্ত্রী খালাফ হত্যাকারীদের বিচার প্রসঙ্গে একথা বলেন। আইন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ কামরুল ইসলাম সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে আইনমন্ত্রী বলেন, খালাফ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকার সবসময় সক্রিয়। এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশ সরকার কোনভাবেই ছাড় দেবেনা এবং বিচারে কোন দীঘসূত্রতা ঘটবেনা বলে তিনি সৌদি সরকারকে আশ্বস্ত করেন। বিচার দ্রুত সম্পন্ন হলে তা দু’দেশের সম্পর্কের অধিকতর উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সৌদি রাষ্ট্রদূত খালাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, সৌদি জনগণ অপরাধীদের বিচারের দিকে তাকিয়ে আছে। হত্যাকারীদের গ্রেফতারে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর সৌদি সরকারের আস্থা ছিল। তেমনি হত্যাকারীদের বিচারে সৌদি সরকার বাংলাদেশের বিচার বিভাগের ওপর আস্থা রাখে। হত্যাকারীদের বিচার দ্রুত সম্পন্ন করতে আন্তরিকতার জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।