খুলনা নার্সিং ইন্সটিটিউটে লুটপাট করে প্রায় ৭ লাখ টাকা মূল্যের নির্মাণ সামগ্রী নিয়ে গেছেন কয়েকজন পাওনাদার।
পাওনা টাকা উসুল করতেই বুধবার দিনভর প্রকাশ্যে এ লুটপাট করে তারা । এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ তাদের বাধা দেয়নি।
এ সময় ৫৩টি কাঠের দরজা ও ৫টি কাঠের ভিম, ৫০টি লোহার পাইপ এবং ১৩২টি প্লেন সিট নিয়ে গেছে তারা।
তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী লুটপাটকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
জানা যায়, খুলনা নার্সিং ইন্সটিটিউটের নির্মাণ কাজ করছিলো মুন কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা কাজ সমাপ্ত না করায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে ওই প্রতিষ্ঠানের সঙ্গে হওয়া চুক্তি বাতিল করে। এর ফলে ঠিকাদারী প্রতিষ্ঠানের অধিনে যে সব সাব ঠিকাদার কাজ করেছে তাদের পাওনা আটকে যায়।
এদিকে, চুক্তি বাতিলের খবরে ওই সব সাব কন্ট্রাক্টরদের কয়েকজন নার্সিং ইন্সটিটিউটের ভেতরের মালামাল ও নির্মাণ সামগ্রী ট্রাকে করে নিয়ে যায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মুন কনস্ট্রাকশনের প্রধান প্রকৌশলী মো. সেলিম মিয়া বাংলানিউজকে বলেন, যারা এ ভাবে লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।