গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।
এই দুর্ঘটনার ফলে রাজধানীর সঙ্গে ময়মনসিংহ ও দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
জয়দেবপুর রেল জংশনের মাস্টর জিয়াউদ্দিন সরদার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ধীরাশ্রম স্টেশনের আউটার সিগন্যালে সুন্দরবন এক্সপ্রেসের ইঞ্জিন এবং দুটি বাগি লাইনচ্যুত হয়। তাৎক্ষণিকভঅবে এর কারণ জানা যায়নি।
“এর ফলে ঢাকা ও ময়মনসিংহ এবং ঢাকা ও উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলকারী আন্তনগর ট্রেন একতা, যমুনাসহ পাঁচটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে”, বলেন তিনি।
জিয়াউদ্দিন সরদার জানান, দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন লাইন থেকে বেরিয়ে আড়াআড়িভাবে মাটিতে পড়ে যায়। ফলে ১৩টি বগির মধ্যে দুটি লাইনচ্যুত হয়। বেশ খানিকটা এলাকার লাইনও উপড়ে যায়।
দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছে জানিয়ে তিনি বলেন, “গজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটনের নেতৃত্বে উদ্ধারকর্মীরা লাশ উদ্ধোরের চেষ্টা চেলাচ্ছেন।”
বংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী ওয়াজির আহম্মেদ মজুমদার জানান, ইঞ্জিন ও বগি উদ্ধারে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে ছেড়ে গেছে। যতো দ্রুত সম্ভব লাইন সচল করার চেষ্টা করা হবে।