গোপালগঞ্জ সদর উপজেলায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার চরতালা গ্রামের নিজ বাড়ি থেকে মোস্তফা সিকদারের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ধারণা, মধুমতি নদীর চর দখল ও এলাকার আধিপত্য বিস্তারের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান সাংবাদিকদের জানান, সোমবার রাতে মোস্তফা তার ঘরের খোলা বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ভোররাতে সেহেরির জন্য তিনি পাশের ঘরে থাকা ছেলের বউকে ডেকে দেন।

সকালে ঘরের বারান্দায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, চর দখল ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের নান্নু সিকদার এবং ওদুদ সিকদারের মধ্যে বিরোধ চলে আসছিল। মোস্তফা সিকদার নান্নু সিকদারের মামা।

“এ বিরোধের জের ধরেই মোস্তফা সিকদারকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”