চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় ট্রেন-ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পূর্বাঞ্চলের ডিভিশনাল ট্রাফিক অফিসার (ডিপিও) জাকির হোসেন বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি ফৌজদার হাটের কাছে একটি লেভেল ক্রসিংয়ে পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

এর পরিপ্রেক্ষিতে সকাল ৮ টা থেকেই চট্টগ্রামের সঙ্গে সব রোডের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি জানান, এ কারণে চট্টগ্রাম থেকে সকালের কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি।

জাকির হোসেন আরও বলেন, ‘‘ট্রেনটি উদ্ধার ও ট্রেনের লাইন মেরামতের কাজ চলছে। আশা করছি সকাল ১০টা নাগাদ এ সমস্যার সমাধান হবে।’’