বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ‘সবুজ সীমান্ত’র অংশ হিসেবে চট্টগ্রাম সেক্টর সদর দফতরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় হালিশহর সেক্টর সদর দফতরে এ কর্মসূচির উদ্বোধন করেন সেক্টর কমান্ডার কর্নেল গোলাম ফারুক নুরে কমর চৌধুরী, পিএসসি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ জুন সরকারি বাসভবন গণভবনে তিন মাসব্যাপী বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করেন। এ লক্ষ্যে  বিজিবি চলতি বছরে পিলখানাসহ সকল সেক্টর, বিজিটিসিএন্ডএস এবং ব্যাটালিয়নসমূহে পরিকল্পনানুসারে বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপন করবে।’

চলতি বছরে এ সংস্থার বৃক্ষরোপন অভিযানকে ‘সবুজ সীমান্তে’ নামে অভিহিত করা হয়েছে জানিয়ে কর্নেল ফারুক নুরে কমর বলেন, সেক্টর হেডকোয়ার্টার ও অধীনস্থ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নে ১৪১টি ফলজ, ৪০টি বনজ এবং ৩৫টি ভেষজসহ মোট ২১৬টি গাছের চারা রোপন করা হচ্ছে।

এ ছাড়া সেক্টরের অধীনে ১০, ১৫, ১৭ এবং ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নে ‘সবুজ সীমান্তে’র আওতায় ৪ হাজার ৮৩৪টি বনজ, ফলজ এবং ভেষজ গাছের চারা রোপন করা হবে বলে জানান তিনি।

বিজিবির এ বৃক্ষরোপন অভিযান পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সবুজ বাংলাদেশ গঠনে প্রতি বছর এ কর্মসূচি পালন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে সিও আব্দুর রাজ্জাক, মেজর আনিস এবং মেজর আরিফসহ সেক্টর হেডকোয়ার্টার ও ২৮ ব্যাটেলিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।