মঙ্গলবার সকালে ভারি বর্ষণে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ওই সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে ওই সড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

বৃষ্টির পানিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বড়দিঘির পাড়, চৌধুরীহাট, আমানবাজার ও মিয়ারবাপের মসজিদ এলাকা পানিতে তলিয়ে যায়।

রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ওই সড়ক দিয়ে যান চলাচল অনেকটাই বন্ধ রয়েছে। ফলে ওই সড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।

এটি চট্টগ্রাম খাগড়াছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি সংযোগ সড়ক। এতে করে ওই এলাকার যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পান্না সাংবাদিকদের বলেন, “সকালে বৃষ্টির ফলে রাস্তার কয়েকটি অংশে পানি প্রবাহিত হচ্ছে। এত যানচলাচল ব্যাহত হচ্ছে।”

মঙ্গলবার সকালে তিনি এসব এলাকা পরিদর্শন করে এসেছেন জানিয়ে বলেন, “চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বড় দিঘিরপাড়, ফতেয়াবাদ, চৌধুরীহাট, আমানবাজার এলাকায় মূল সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে চলাচল কিছুটা ব্যাহত হলেও গাড়ি চলাচল করছে।“

চট্টগ্রাম বিশ্ববিদ্যায় বাস সার্ভিস (তরী) লাইনম্যান ঝন্টু সাংবাদিকদের বলেন, “সড়কের কয়েকটি অংশে পানি ওঠায় গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। তবে কিছু কিছু গাড়ি চলছে।”