পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
সোমবার মেয়রের অফিস কক্ষে এ সাক্ষাতকালে সিটি মেয়র চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে তার বাস্তবায়িত বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাঁকে অবহিত করেন।
মেয়র রাঙ্গামাটি জেলায় শিল্প স্থাপনের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে সন্তু লারমা মেয়রকে বলেন-রাঙ্গামাটিতে কৃষি শিল্পের সম্ভাবনা রয়েছে। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়েও আলাপ আলোচনা হয়।
এর আগে চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা মেয়রের অফিস কক্ষে পৌঁছলে মেয়র তাঁকে স্বাগত জানান এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। সন্তু লারমা মেয়রকে শুভেচ্ছা স্বরূপ উত্তরীয় পরিয়ে দেন। বৈঠকে সিটি কর্পোরেশনের পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।