ভাষা সৈনিক, রবীন্দ্র বিশেষজ্ঞ ডা. ননীগোপাল সাহা (৮১) মারা গেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

তার মরদেহ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

ননীগোপাল সাহা স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবাসী দুই ছেলে দেশে ফেরার পর তার শেষকৃত্য হবে।

ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন জানান, বিকেলে সাহিত্য ভবনে ফরিদপুর সাহিত্য পরিষদের হুমায়ুন আহমেদ ও তারেক মাসুদের স্মরণ সভায় ননীগোপাল সাহা বক্তব্য রাখেন।

ইফতারে অংশ নেওয়ার সময় অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তাকে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মফিজ ইমাম।

ননীগোপাল সাহার মৃত্যুতে শহরের শিল্প-সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।