‘জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস’আজ। দেশের জ্বালানি খাতের উন্নয়নে এক ঐতিহাসিক দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ আগস্ট বিদেশি কোম্পানির ৫টি গ্যাস ক্ষেত্র ক্রয় করে এগুলোকে রাষ্ট্রীয় খাতে আনেন। জাতির পিতার দূরদর্শী পদক্ষেপ স্মরণীয় করে রাখতে ৯ আগস্টকে ‘জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী প্রদান করেছেন।