পনের আগস্ট জাতির জনকের শাহাদত দিবস। এই দিনটিকে ‘জাতীয় শোক দিবস’ হিসেবে পালন করবে গোটা জাতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ১৫ আগস্ট ২০১২ দিনব্যাপী নানা কর্মকান্ডে শ্রাদ্ধাবনতচিত্তে বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করবে।
আগামীকাল ১৫ আগস্ট ২০১২ সকাল ৯.০০টায় একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সকাল ১১.০০টায় একাডেমীর জাতীয় নাট্যশালায় চিরঞ্জীব বঙ্গবন্ধু শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং সভাপতিত্ব করবেন একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।
আলোচনা পর্বের পর অনুষ্ঠানের ২য় পর্বে থাকছে-পিপলস থিয়েটারের পরিবেশনায় সমবেত সংগীত-গানের কথা-দুখিনী বাংলা জননী বাংলা ও যতদিন রবে পদ্মা মেঘনা, একক আবৃত্তি : শিল্পী- ডালিয়া আহমেদ, একক গান: শিল্পী-ইয়াসমিন আলী-মুজিবর আছে বাংলার ঘরে ঘরে, একক গান : শিল্পী-সাজেদ আকবর, একক আবৃত্তি : শিল্পী-মাসকুর-এ- সাত্তার কল্লোল, সমবেত নৃত্য : স্পন্দন, সমবেত সংগীত : ঢাকা সাংস্কৃতিক দল-ধন্য মুজিব ধন্য, বঙ্গবন্ধুর ভাষণ : শিশু শিল্পী, একক গান: শিল্পী-মলয় কুমার গাঙ্গুলী-যদি রাত পোহালে শোনা যেত, একক গান : শিল্পী-শিবু রায়-হিমালয়ের মত যার বিশাল ব দেখেছি ও শোন সেই কালো রাতের কথা, সমবেত সংগীত : রনতা শিল্পী গোষ্ঠী-আয়রে যাদু দেখরে যাদু ও এ লাশ আমরা রাখবো কোথায়, একক গান: রীনা আমিন-বাতাসে কান পাতলে বজ্র কন্ঠ শুনতে পাই ও বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না এবং সব শেষে একক গান পরিবেশন করবে : সালমা চৌধুরী।