গতকাল সোমবার রাতে জাল ভিসা নিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চারজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁরা হলেন: যশোর জেলার মনিরামপুর গ্রামের রফিকুল ইসলাম (২০), আলমগীর হোসেন (১৬) ও সোহাগ হোসেন (২৩) এবং কুমিল্লার কবির (২৭)।
ইমিগ্রেশন পার হওয়ার সময় ওই চারজনকে আটক করা হয়। তাঁদের পাসপোর্টে মালয়েশিয়া ছাড়াও ব্রুনাই ও ইন্দোনেশিয়ার জাল ভিসা ছিল। মালয়েশিয়ান এয়ারলাইনসে করে কুয়ালালামপুর যাচ্ছিলেন তাঁরা। এক দালালের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেন বলে তাঁরা দাবি করেন।
আটক চারজনকে পরে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। আগামীকাল তাঁদের আদালতে পাঠানো হবে। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।