ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনায় আরো অন্তত ১০জন আহত হয়েছে। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার নলুয়া গ্রামের হাজেরা বেগম হাজু (৪০), কালিহাতী উপজেলার বল্লভবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মুন্নি আক্তার (২৭) ও একই উপজেলার বেলটিয়া গ্রামের বারেকের ছেলে সাদ্দাম আলী (২২)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি ইউনুস আলী মিয়া জানান, বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মহাসড়কের চরভাবলা এলাকায় বিকল হয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই হাজেরা বেগম হাজু মারা যান।  আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান বলে জানান ওসি।