মাগুরা-ঝিনাইদহ সড়কের রাউতড়া সাঁইত্রিশ এলাকায় গতকাল রোববার বিকালে ট্রাকের ধাক্কায় টেম্পো উল্টে খাদে পড়ে এক স্কুল শিক্ষকসহ ১২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, টেম্পোটি যাত্রী বোঝাই করে আলমখালী থেকে মাগুরায় আসছিল। বিকাল সোয়া ৪টার দিকে সাঁইত্রিশ নামক স্টান্ডে যাত্রী নামিয়ে টেম্পোটি ছেড়ে দেয়ার পরপরই পেছন থেকে দ্রুতগতির তরকারি বোঝাই একটি ট্রাক টেম্পোটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে সেটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। খাদের পানিতে ডুবে যাওয়া টেম্পোর ওপর পুনরায় ট্রাকটি গিয়ে চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ১১ জন নিহত হন। আহতদের মধ্যে হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত এক নারী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।