এক শিক্ষককের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে উঠে মিরপুর কমার্স কলেজের শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিরপুর ১০ নম্বর সেকশনের আজমল হাসপাতাল ভাঙচুর করে। পাশাপাশি তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণা গাঙ্গুলি অপারেশনের জন্য গতকাল সকালে আজমল হাসপাতালে ভর্তি হন। কিন্তু সেখানকার গাইন ডাক্তার ফেরদৌসি রুবী তাকে অজ্ঞান করার ওষুধ মাত্রার চেয়ে বেশি প্রয়োগ করেন। যে কারণে নির্দিষ্ট সময় পরও তার জ্ঞান ফেরেনি। পরবর্তীতে মারা যান তিনি।
শিক্ষকের মৃত্যুর খবর শুনে বিক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা। ওই হাসপাতালে ভাঙচুর চালায় তারা। এ সময় হাসপাতালের রোগী ও দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। ভাঙচুরের পর তারা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ দেখায়।পুলিশ লাঠিচার্জ করে ছাত্রদের রাস্তা থেকে হটিয়ে দিতে চাইলে সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করে পুলিশ। পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।