ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে সাংবাদিকের প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া উভয়পক্ষের দায়ের করা মামলাগুলোও প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

গতকাল প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল আলম হানিফের মধ্যস্থতায় সাংবাদিক সংগঠনের প্রতিনিধি এবং ডিএমসি কর্তৃপক্ষ, বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতাদের মধ্যে সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

পাশাপাশি সাংবাদিকদের হামলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাংবাদিক ও চিকিৎসক প্রতিনিধিদের রেখে ৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। এতে করে সাংবাদিকদের মেডিকেলে প্রবেশে কোনো বাধা থাকবে না। এদিকে, আহতদের চিকিৎসার ব্যয়ভার মেডিকেল কর্তৃপক্ষ বহন করবে বলে জানিয়েছে। এর আগে প্রেসক্লাবে ৬টি সাংবাদিক সংগঠনের যৌথ সভা হয়।

সেখানে ৫ দফা দাবিতে ঢাকা মেডিকেলের পরিচালক, উপ পরিচালক, রেজিষ্ট্রার, সার্জারী বিভাগের প্রধান অপসারণ, হামলাকারী শিক্ষানবীশ চিকিৎসকদের সনদপত্র বাতিলের দাবি জানানো হয়। অন্যদিকে, সকাল থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ ও বহির্বিভাগে শিক্ষানবিশ চিকিৎসকররা চিকিৎসা দেওয়া বন্ধ করে দেয়।

উল্লেখ্য, গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীকে জোর করে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর শিক্ষানবীশ চিকিৎসকরা চড়াও হন। হামলায় দেশ টিভির রিপোর্টার ও ক্যামেরাপারসনসহ কমপক্ষে ৩০ সাংবাদিক আহত হন। তাদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলা হয়। এ ঘটনায় সাংবাদিক ও চিকিৎসকদের পক্ষে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়।