যুক্তরাষ্ট্রের অভিবাসী হতে ২০১৩ সালের ডাইভারসিটি ভিসা (লটারিতে অংশ নেয়ার সুযোগ হারালো বাংলাদেশ। গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়েছে।তবে একটু আশার আলো দেখিয়েছেন সরকারের প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে নতুন শর্তের কারণে অন্য ১৮টি দেশের সঙ্গে বাংলাদেশীরা এ সুযোগ হারিয়েছে। বিশেষ বিবেচনায় পুনরায় আবেদনের সুযোগ দিতে কূটনীতিক চ্যানেলে আলোচনা শুরু করবে সরকার এবং তা পাবেন বলেও আশাবাদী ওই মন্ত্রী।
শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে খবরটি প্রকাশের পর মুহূর্তের মধ্যে তা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। দেশের ওয়েবসাইট ও গণমাধ্যমগুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে খবরটি প্রকাশ করে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুঃসংবাদটি বের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দেশের প্রত্যন্ত জনপদে দ্রুতবেগে তা পৌঁছে যায়।। বলা হয়, গত ৫ বছরে যেসব দেশ থেকে ৫০ হাজারেরও বেশি নাগরিক ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন, সেসব দেশ এবার এ লটারিতে অংশ নিতে পারবে না। সেই হিসাবে বাংলাদেশসহ আরও ১৯টি দেশ আগামী ৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ২০১৩ সালের ডিভি লটারিতে অংশ নেয়ার অযোগ্য বিবেচিত হচ্ছে বলে জানানো হয়েছে।