অর্থ পাচারের এক মামলায় ডেসটিনি ২০০০ এর পরিচালক আবুল কালাম আজাদ ওরফে ম্যাক আজাদের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জামিন ও পুলিশ হেফজতের আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার মহানগর হাকিম ইসমাইল হোসেন এই আদেশ দেন। পুলিশ হেফজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনও খারিজ করে দেন বিচারক।
গত ৩১ জুলাই আবুল কালাম আজাদসহ ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে ১১শ ৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় মামলা করা হয়।