বাংলাদেশের রাজধানী ঢাকায় শুক্রবার থেকে শুরু হয়েছে ভিক্ষুক জরিপের কাজ।সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এ জরিপের মাধ্যমে ঢাকায় প্রায় দশ হাজার ভিক্ষুকের তথ্য সংগ্রহ করা হবে এবং তাদের মধ্য থেকে দু হাজার ভিক্ষুককে পুনর্বাসন করা হবে।ভিক্ষুকদের তথ্য সংগ্রহের জন্য ঢাকায় রাস্তায় নেমেছে প্রায় হাজারখানেক জরিপকারী।
ঢাকা শহরের ৪০০টি স্থানে সকাল আটটায় ভিক্ষুক জরিপের কাজ শুরু হয়।যে ভিক্ষুকদের উপর জরিপ করা হচ্ছে তাদের কয়েকজনকে প্রশ্ন করলে, ভিক্ষুকদের অনেকেই বলেন, পুনর্বাসন করা হলে তারা এ পেশা ছেড়ে দিতে আগ্রহী।আবার ঢাকার বিভিন্ন স্থানে এমন বেশ কয়েকজন ভিক্ষুককেও পাওয়া গেছে, যারা সরকারের এধরণের আশ্বাসে ভরসা করেন না বলে জানিয়েছেন।অনেকে আবার স্থায়ীভাবে পুনর্বাসন না হলে শুধুমাত্র অর্থসাহায্য নিতে আগ্রহী নন।
এরপর দেশজুড়ে ভিক্ষুক জরিপ পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।এদিকে কয়েকটি সংগঠন ভিক্ষুক জরিপ মানবাধিকার-পরিপন্থী বলে প্রতিবাদ জানিয়ে তা বন্ধের দাবি তুলেছে।