ঢাকার কেরানীগঞ্জে ড্রেজিং দিয়ে নদীতে মাটি কাটা নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় পুরাতন সোনাকান্দা গ্রামের ধলেশ্বরী নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. আলমাস (৬৫)। আহতরা হলেন, মো. সফর (৬৪), আরজ আলী (৪০) ও মো. স্বপন (৪০)।

আহত স্বপন মিটফোর্ড হাসপাতালে সাংবাদিকদের জানান, রুহিতপুর ইউনিয়নের নিহত আনোয়ার মেম্বারের ছেলে সেলিম ১০/১২ জন সন্ত্রাসী নিয়ে ট্রলারে করে পুরাতন সোনাকান্দা গ্রামের নদীর তীরে এসে একটি ড্রেজিং মেশিন দিয়ে মাটি কাটার প্রস্তুতি নেয়।

গ্রামবাসী জড়ো হয়ে মাটি কাটতে বাধা দেয় এবং তাদের ওপর টিল ছুড়তে থাকে। এ সময় সেলিম ও তার দলবল ট্রলারে থেকে গ্রামবাসী উপর গুলি ছুড়লে চারজন আহত হন। তাদেরকে দ্রুত মিটফোর্ড হাসপাতালে আনলে চিকিৎসক জানান, আলমাস মারা গেছেন।

কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) রজব আলী সাংবাদিকদের জানান, ড্রেজিং দিয়ে নদীতে মাটি কাটা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

এ হত্যাকাণ্ডের পেছনে অন্য আর কোনো কারণ আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।