সার্কভুক্ত দক্ষিণ এশিয়ার ৮টি দেশের নারী সংসদ সদস্যদের নিয়ে গঠিত হচ্ছে একটি সংস্থা। আর এ সংস্থার সচিবালয় স্থাপিত হবে ঢাকায়। দক্ষিণ এশিয়ার নারী সংসদ সদস্যদের চার দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্মেলন সূত্রে জানা গেছে, সার্ক দেশের নারী সংসদ সদস্যরা সংস্থাটি গঠনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন। এর সচিবালয় স্থাপিত হবে ঢাকার মহাখালীস্থ ব্র্যাক সেন্টার ইনে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় এ সচিবালয় স্থাপন ও এর কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবে।

সার্কভুক্ত দেশগুলোর নারী সংসদ সদস্যদের সম্মেলন বুধবার হোটেল ৠাডিসনে সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানের নারী সংসদ সদস্যরা এ সম্মেলনে অংশ নেন।