বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকার ছিটমহলগুলো বিনিময়ের একটা সময়সীমা বেঁধে দেয়ার দাবিতে দশদিন ধরে নানা রকম অভিনব কর্মসূচি পালন করেছে দু‘দেশের ১৬২টি ছিটমহলের অধিবাসীরা। রোববার সেই কর্মসূচি শেষ হলেও বাংলাদেশ অংশের আন্দোলনকারীরা বলছেন, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো নিশ্চয়তা তারা পাননি।

এদিকে সরকারি কর্মকর্তারা বলছেন, সম্প্রতি সম্পাদিত বাংলাদেশ-ভারত চুক্তি অনুযায়ি দ্রুত ছিটমহলগুলো বিনিময়ের ব্যাপারে তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ অংশে থাকা ভারতের ১১১টি এবং ভারতে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের অধিবাসীরা গত দশদিন ধরে অভিন্নভাবে অভিনব সব কর্মসূচি পালন করে আসছে।

তারা সাইকেল চালিয়ে এবং মশাল নিয়ে মিছিল করেছে, পুরো ছিটমহল অন্ধকার রেখে নিষ্প্রদীপ সন্ধ্যা পালন করেছে, চুলা না জ্বালিয়ে এবং না খেয়ে থেকে পালন করেছে নিরন্ন কর্মসূচি।