আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করা হবে না। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ (সিইসি) আজ রোববার কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন। ইভিএম ব্যবহার নিয়ে ছয় মাস ধরে অনিশ্চয়তা চলার পর তিনি আজ এ বিষয়ে কমিশনের অবস্থান তুলে ধরলেন।
প্রধান নির্বাচন কমিশনার জানান, জাতীয় পর্যায়ে ইভিএম ব্যবহারের জন্য কমিশন প্রস্তুত নয়। এ জন্য আইন পরিবর্তন করতে হবে। তবে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হয়েছে। আগামীতে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনেও পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি ব্যবহার করা হবে বলে উল্লেখ করেন সিইসি।
চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করার পর চলতি বছর ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের মতো সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়। পরে এ প্রযুক্তি সফলভাবে ব্যবহার করা হয় নরসিংদী পৌর মেয়র নির্বাচনেও।
প্রধান বিরোধী দল বিএনপি এর সবগুলো নির্বাচনেই ইভিএম ব্যবহারের বিরোধিতা করে।
বিগত নির্বাচন কমিশন ও সরকার আগামী জাতীয় নির্বাচনে এ প্রযুক্তি ব্যবহারের পক্ষে জোরালো অবস্থান নিলেও গত ফেব্রুয়ারিতে কাজী রকিবউদ্দিন নেতৃত্বাধীন নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
নির্বাচন কমিশনাররা বিভিন্ন সময়ে ইভিএম নিয়ে ইসির দ্বিধার ইংগিত দিলেও রোববারই প্রথম সিইসি ঘোষণা দিলেন যে, জাতীয় নির্বাচনে এ প্রযুক্তি ব্যবহারে তারা প্রস্তুত নন।