দিনাজপুর শহরের ৭ মাইল ব্র্যাক ট্রেনিং সেন্টারের সামনে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফলে দিনাজপুর-ঢাকা মহাসড়কে ৩ ঘন্টা যানচলাচল বন্ধ ছিল।

আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মুন্না (৫০) দিনাজপুর শহরের গোলাপবাগ এলাকার এসএন আলী আকতারের ছেলে। তিনি বিআরটিসি বাসের চালক ছিলেন।

আহতদের মধ্যে নাবিল পরিবহনের চালক শাকিলের (৪০) অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর থেকে ফরিদপুরগামী বিআরটিসি একটি বাস শহরের ৭ মাইল ব্র্যাক সেন্টারের টার্নিং পয়েন্টের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীতদিক থেকে আসা ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিআরটিসি বাসের চালক মারা যান।

এ সময় উভয় বাসের ১৫ জন যাত্রী আহত হয়। তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত দিনাজপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দমকলবাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে বাস দু’টিকে রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম ইকবাল বাংলানিউজকে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন।