ঈদ কার্ডের মাধ্যমে কোরবানির ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুলহক শাকিল বিএনএন টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা শেখ আখতার হোসেন সোমবার
র্তা শেখ আখতার হোসেন সোমবার দুপুরে সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে গিয়ে তার একান্ত সচিব সালেহ আহমেদের কাছে কার্ডপৌঁছে দেন। পরে বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. সুরুতুজ্জামান প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আখতার হোসেনের হাতে খালেদা জিয়ার ঈদ কার্ড পৌঁছে দেন।
দীর্ঘদিন দুই নেত্রীর মুখোমুখি সাক্ষাৎ না হলেওপ্রতি ঈদের আগে তারা কার্ড পাঠিয়ে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।