বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলছেন, পদ্মা সেতু প্রকল্প নিয়ে যেসব দুর্নীতির অভিযোগ বিশ্বব্যাংক তুলেছে তা নিয়ে যে কোন তথ্য উপাত্ত দিতে সরকার প্রস্তুত। যুক্তরাষ্ট্র সফর শেষে রবিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দীপু মনি বলেন, পদ্মা সেতু শুধু বাংলাদেশ নয়, গোটা অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প এবং বিশ্বব্যাংক যত দ্রুত সম্ভব এ প্রকল্পের বাস্তবায়ন চায়।
২৯০ কোটি ডলারের ওই সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বিশ্বব্যংক ব্যাপারটির নিষ্পত্তি না হওয়া পযন্ত অর্থায়ন বন্ধ রেখেছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কুয়েত সফর বিষয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সফরকালে বিশ্বব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তার বৈঠক হয়েছে এবং তারা পদ্মা সেতু তৈরিতে তাদের আগ্রহের কথা পুনর্ব্যাক্ত করেছেন। তিনি বলেন, এ নিয়ে কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে, তবে বিশ্বব্যাংক যত দ্রুত সম্ভব পদ্মা সেতুর কাজ বাস্তবায়নে আগ্রহী। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, পদ্মা সেতুর মতো বড় একটি প্রকল্পে এ ধরণের অভিযোগ আসতেই পারে। তবে সেই অভিযোগ নিয়ে বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে তিনি মনে করেন না। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার কিছু নেই। যেকোন বড় আকারের প্রকল্পে নানা পক্ষ থেকে প্রশ্ন উত্থাপিত হতেই পারে, তবে প্রশ্ন উত্থাপিত হলেই যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এমন নয়।
যুক্তরাষ্ট্র সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সাথে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, মিসেস ক্লিনটনের সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে তার আলোচনা হয়েছে। তবে এ বৈঠকে মিসেস ক্লিনটন বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে এর আগে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে বলা হলেও দীপু মনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে কোন উদ্বেগ প্রকাশ করেননি।
দীপু মনি বলেন, তিনি কোন উদ্বেগ প্রকাশ করেননি। তিনি আশা প্রকাশ করেছেন যে, গ্রামীণ ব্যাংক তার সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করতে পারবে। আমিও আমাদের সরকারের যে অঙ্গীকার, গ্রামীণ ব্যাংক সাফল্যের সাথে তার কাজ করে যেতে পারবে, তা পুনর্ব্যাক্ত করেছি।