প্রাকৃতিক দুর্যোগের চরম ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। ঝুঁকির দিক দিয়ে বিশ্বে ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ। সাইক্লোন, ভূমিকম্প ও সুনামির মতো প্রাকৃতিক দূযোর্গ এর বিশ্ব ঝুঁকি সূচক ২০১১ অনুযায়ী এশিয়ার দেশগুলোর মধ্যে ঝুঁকির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়।

ইউনাইটেড নেশন্স ইউনিভার্সিটি ও দ্য ইন্সটিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান সিকউিরিটি এটি যৌথভাবে তৈরি করেছে। সম্প্রতি ইউএনডিপির ২০১১ গ্লোবাল অ্যাসেসমেন্ট প্রতিবেদনে বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকির ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হিসেবে উল্লেখ করা হয়। প্রাকৃতিক দুর্যোগে পড়ার আশঙ্কা, সংবেদনশীলতা, খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা ও অভিযোজন সক্ষমতার ওপর ভিত্তি করে ১৭৩টি দেশের ঝুঁকির অবস্থা খতিয়ে দেখা হয়েছে। ঝুঁকির সূচক অনুযায়ী বাংলাদেশের মোট পয়েন্ট ১৭ দশমিক ৪৫।