ন্যাপের রংপর বিভাগীয় সাংগঠনিক সভায় ন্যাপের সভাপতি মহান মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্ঠা অধ্যাপক মোজাফর আহমেদ ঢাকা থেকে টেলি কনফারেন্সে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য বৃদ্ধি, আইন শৃংখলার চরম অবনতি, ব্যবসায়ী ও আমলাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে বর্তমান সরকারসহ পুঁজিবাদের ধারক বাহক দল গুলি জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে। মানুষকে শোষণ নির্যাতনের হাত থেকে বাঁচাতে পারে শোষনমুক্ত সমাজ ব্যবস্থা তথা সমাজতন্ত্র, আর ন্যাপের আদর্শ মধ্য বাম ধারায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা ছাড়া উপায় নেই। এজন্য ন্যাপকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তিনি নেতা কমীদের পাড়ায় মহল্লায় ন্যাপের আদর্শ প্রচার ও জনগণকে ন্যাপের পতাকা তোলে সমবেত করার জন্য আহবান জানান।
শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর রংপুর বিভাগীয় সাংগঠনিক সভা দিনাজপুর জেলা ন্যাপের সভাপতি এ্যাড. কাজী লুৎফর রহমান চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. এনামুল হক, বিশেষ অতিথি ছিলেন ন্যাপ প্রেসিডিয়াম সদস্য মোঃ লুৎফর রহমান রঞ্জু, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার। সাংগঠনিক সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর বিভাগী সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তারিক মোঃ সাইফুল ইসলাম লিটন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মোঃ মোজাম্মেল হক এ্যাড. তহিদুল ইসলাম, সাইদুর রহমান, রবিউল ইসলাম, হিরেন দাস, আবদুল হাই, হৃদয় বাবু, আনোয়ার হোসেন, তৈলাখ নাথ রায়, এম এস মোশাররফ হোসেন, আজিজার রহমান ও ছাত্র নেতা মাসুদুর রহমান মাসুদ প্রমুখ। সাংগঠনিক সভার প্রথম পর্যায়ে কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোঃ মোজাফফর আহমেদ টেলি কনফারেন্স এর মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে সাধারণ সম্পাদক এ্যাড. এনামুল হক বলেন মহাজোটের নামে নির্বাচনী বৈতরণী পার হলেও রাষ্ট্রক্ষমতায় আসীন এককভাবে আওয়ামীলীগ সরকার। ১৪দল কিংবা মহাজোটের অন্যান্য শরীক দলকে তেমন ভাবে আওয়ামীলীগ সরকার মুল্যায়ন করছেনা ফলশ্রুতিতে দ্রব্য মুল্যের উর্দ্ধগতি, টেন্ডারবাজী, সন্ত্রাস, দুর্নীতির রাহুগ্রাস থেকে দেশ আজও মু্ক্ত হতে পারেনি। এ অবস্থা থেকে মুক্ত হতে আমাদের মুক্তিযুদ্ধের মুল চেতনায় বাঙ্গালী জাতীয়তাবাদ, গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে প্রগতিশীল ও সৎ চিন্তার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।