ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবির, প্রকাশক শহীদুল্লাহ খান ও বিশেষ প্রতিবেদন সম্পাদক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে রুল জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তার কারণ জানতে চেয়েছে ট্রাইব্যুনাল। আগামী ২৩শে অক্টোবর ওই তিনজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গতকাল (রোববার) নিউ এজ পত্রিকায় ট্রাইব্যুনাল সম্পর্কে একটি নিবন্ধ ছাপা হয়েছে। ‘এ ক্রুসিয়াল পিরিয়ড ফর ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল’ শীর্ষক ওই নিবন্ধের মাধ্যমে ট্রাইব্যুনালকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত। এ ব্যাপারে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়।
এবারই প্রথম ট্রাইব্যুনাল একটি পত্রিকার বিরুদ্ধে রুল জারি করলো।