নতুন রঙে বাজারে এসেছে ২০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংক বুধবার থেকে এ নোট প্রচলন করেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত ২০ টাকার নোটের সঙ্গে প্রচলিত ৫০০ টাকার নোটের রঙের ক্ষেত্রে কিছুটা মিল থাকায় নোটটি নিয়ে জনমনে বিভ্রান্তি হচ্ছিল। আর একারণে নোটটির রঙ পরিবর্তন করে তা আবার বাজারে দেওয়া হলো।

তিনি বলেন, দুটি নোটের আকৃতি ভিন্ন। আর বিভ্রান্তি দূর করতে ২০ টাকার নোটের রঙেও কিছু পরিবর্তন আনা হয়েছে। নোটের সামনে ও পেছনের দুই পাশে হলুদ ও আল্পনার রঙ গাঢ় কমলা করে তা পুনর্মুদ্রন করা হয়েছে।

তিনি আরো জানান, ২০ টাকার নতুন নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে ছাড়া হলো। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিস, তফসিলি ব্যাংকের কাউন্টারে নোটটি পাওয়া যাবে। ইতোপূর্বে প্রচলনে দেওয়া ২০ টাকার অন্য নোটগুলোও যথারীতি চালু থাকবে।

১২৭ মিমি দৈর্ঘ্য ও ৬০ মিমি প্রস্থের এই নোটের এক পিঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও অন্য পিঠে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের নকশা ব্যবহার করা হয়েছে।