নরসিংদী পৌরসভার উপনির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল আটটা ভোট গ্রহণ থেকে শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত। সব কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, নির্বাচনে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন গত ১ নভেম্বর খুন হওয়ায় এখানকার মেয়রের পদটি শূন্য হয়।
উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। তাঁদের মধ্যে প্রধান দুই প্রার্থী হলেন নিহত লোকমানের ছোট ভাই কামরুজ্জামান এবং শহর আওয়ামী লীগের সভাপতি মন্তাজ উদ্দিন ভূঁইয়া। কামরুজ্জামান হলেন লোকমান হত্যা মামলার বাদী, আর মন্তাজ উদ্দিন ওই মামলার এজাহারভুক্ত আসামি। মন্তাজ জামিনে মুক্তি পেয়ে প্রার্থী হয়েছেন।
নির্বাচনে মেয়র পদে অপর চার প্রার্থী হলেন: আমজাদ হোসেন ভূঁইয়া, আফজাল হোসেন, আরিফুল ইসলাম ও মোছাব্বের আহমেদ। এর মধ্যে মোছাব্বের আহমেদ গত মঙ্গলবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
পুলিশ সুপারের দপ্তর থেকে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক হাজার ৬১৫ জন সদস্য মোতায়েন করা হয়েছে।