নারায়ণগঞ্জ নাগরিক কমিটি নারায়ণগঞ্জ এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণের বিরোধিতা করেছে। তারা নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়নেরও দাবি জানিয়েছে। নাগরিক কমিটি সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করার ও ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ বন্ধ রাখার দাবি জানিয়ে গতকাল দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সম্মেলনে বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক ও সাধারণ সম্পাদক আবদুর রহমান। ইভিএম সম্পর্কে তারা বলেন, ইভিএম সম্পর্কে ভোটাররা একেবারেই অজ্ঞ। রেডিও, টেলিভিশন কোথাও এ সম্পর্কে কোন প্রচারণা চালানো হচ্ছে না। এর মধ্যেই ইভিএম সম্পর্কে বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে। ইউরোপসহ বিভিন্ন দেশে ইভিএম পদ্ধতিকে ত্রুটিপূর্ণ বলে প্রত্যাখ্যান করা হয়েছে। আমাদের দেশের অনেক বিশেষজ্ঞই ইভিএমের ত্রুটির কারণে এটিকে প্রত্যাখ্যান করেছেন। আমরা আমাদের গুরুত্বপূর্ণ নির্বাচনে এ পরীক্ষা চালানোর বিরোধিতা করি। সংবাদ সম্মেলনে নাগরিক কমিটি মোট ছয় দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে ছিল প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশসহ সেনা মোতায়েন, নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাদেরসহ প্রশাসনে প্রয়োজনীয় রদবদল, অবৈধ অস্ত্র উদ্ধারসহ সব সন্ত্রাসীদের গ্রেফতার, নির্বাচনী বিধি অনুযায়ী পর্যবেক্ষকদের প্রতিটি কেন্দ্রে পর্যবেক্ষকদের যথাযথ দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা ও নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন পরিচালনার জন্য সরকারের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা।