প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৬তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ ছেড়েছেন।
তেহরানের ওআইসি কনভেনশন সেন্টারে ৩০ ও ৩১ আগস্ট দু’দিনব্যাপী ১২০টি দেশের এই জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এতথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট বুধবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
প্লেনটি একই দিন দুপুর আড়াইটায় (ইরানের সময়) তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার আব্দুস সাত্তার ও ইরান সরকারের প্রতিনিধিরা বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানাবেন।
বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনার পর প্রধানমন্ত্রীকে তেহরানের শিমিরান এলাকার (উত্তর) সাদাবাদ প্রাসাদে নেওয়া হবে। সফরকালে শেখ হাসিনা এখানেই অবস্থান করবেন।
সফরে শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, অ্যাম্বাসাডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রেস সচিব আবুল কালাম আজাদসহ ৪৫ সদস্যের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ভারত, ইরান, শ্রীলংকা, নেপাল ও তুর্কেমেনিস্তানসহ অনেক দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
শেখ হাসিনা ১ লা সেপ্টেম্বর দেশে ফিরবেন।
১৯৬১ সালে জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে ১২০টি দেশ। এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল অধিকাংশ দেশ এই জোটের সদস্য। এছাড়া এ সংস্থায় কিছু পর্যবেক্ষক দেশ ও প্রতিষ্ঠানও রয়েছে।
এ জোট জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্য দেশের প্রতিনিধিত্ব করে। তারা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করে।
তেহরান সম্মেলনে মিশরের কাছ থেকে ইরান পরবর্তী ৩ বছরের জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্বের দায়িত্ব নেবে।