পদ্মার গ্রাসে হারিয়ে যেতে বসেছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৪টি ওয়ার্ড। ইতোমধ্যেই প্রায় দশটি গ্রামের শত শত ঘরবাড়িসহ প্রায় ১৫ শত বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে। আরও বাড়িঘর বিলীন হওয়ার পথে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রমজান মাসের শুরু থেকেই এলাকায় ছোটখাটো ভাঙন দেখা দিলেও ভাঙনের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে গত সোমবার দুপুর থেকে। ভাঙনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ড এলাকা।এখন পর্যন্ত ভাঙনকবলিত এলাকায় সরকারি বা বেসরকারিভাবে কোন ব্যক্তি বা কোন সংগঠন সাহায্যের জন্য এগিয়ে আসেনি। জরুরি ভিত্তিতে পদ্মার ভাঙনকবলিত এলাকায় সাহায্য পাঠানো প্রয়োজন।
এলাকার ভাঙনকবলিত সহায়-সম্বলহারা হাজার হাজার মানুষের করুণ দশা। ভাঙন থেকে রক্ষা পেতে শত শত মানুষ ঘরবাড়ি ভেঙে আসবাবপত্র ও ছেলে সন্তান নিয়ে আত্মীয়স্বজনদের বাড়িতে আশ্রয় নিচ্ছে। যে কোন বহিরাগত মানুষ দেখলেই ভাঙনকবলিত মানুষ তাদের কাছে সাহায্যের আশায় ছুটে আসছে।