দুর্নীতির অভিযোগের কারণে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থসাহায্য বিলম্বিত হতে পারে এমন আশংকায় সরকার এখন ভিন্ন উৎস থেকে তহবিল আনার কথা ভাবছে।
অর্থমন্ত্রী এ এম এ মুহিত নিউইয়র্কে একজন বাংলাদেশী সাংবাদিককে দেয়া সাক্ষাতকারে একথা জানিয়েছেন।
সাক্ষাতকারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, পদ্মার ওপর সেতু নির্মাণ প্রকল্পে বিশ্বব্যাংক অর্থসাহায্য দিতে আরো সময় নেবে বলে তাঁর মনে হয়েছে। এই প্রকল্পের পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠার পর বিশ্বব্যাংক কানাডার পুলিশকে এ ব্যাপারে তদন্ত করার অনুরোধ জানায় বলে এর আগে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। অর্থমন্ত্রী মিঃ মুহিত বলেন, এসব অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নিতে সরকার প্রস্তুত, তবে বিশ্বব্যাংকের অর্থায়ন বিলম্বিত হলে বাংলাদেশকে বিকল্প উৎস দেখতে হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে পদ্মা সেতু তৈরির প্রক্রিয়া নিয়ে কি ধরণের দুর্নীতি বা অনিয়মের অভিযোগ উঠেছে – তা জানতে বিশ্বব্যাংকের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন যে তারা এ ব্যাপারে খোঁজ খবর নেবার জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন।