পার্বত্য অঞ্চলে চলমান উন্নয়ন কর্মকান্ড দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্ঠা এইচ টি ইমাম। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবানের মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রম তরান্বিত করতে সরকার আন্তরিক, তিনি এলাকায় উন্নয়ন ও শান্তি স্থাপনে স্থানীয় জনগনকেও সহযোগিতা দেয়ার আহবান জানান।
মঙ্গলবার রাঙ্গামাটি জেলা সার্কিট হাউজে রাঙ্গামাটি জেলার সকল সরকার প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় কালে এই আহবান জানান।
এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান এ,ডি,এম আব্দুল বাসেত, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল, রাঙ্গামাটি পুলিশ সুপার মাসুদ উল হাসান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইরফান শরীফ সহ সরকারী সকল বিভাগের বিভাগীয় প্রধান ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
সভায় রাঙ্গামাটি জেলার সরকারী বিভাগীয় প্রধানগণ বর্তমান সরকারের তিন বছরের উন্নয়ন কর্মকান্ডের অবস্থান তুলে ধরেন।
সভায় এইচ টি ইমাম সরকারের বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকান্ড নিয়ে সন্তোষ প্রকাশ করলেও বেশ কিছু বিভাগের কার্যক্রম নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত গতিতে তা বাস্তবায়নের তাগিদ দেন।
পরে তিনি রাঙ্গামাটি জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।