বেনাপোল থানা থেকে যশোরের আদালতে নেওয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়েছে এক আসামি।
পুলিশ জানায়, বুধবার সকালে যশোর-বেনাপোল সড়কের নবীননগর এলাকা থেকে আসামি শাহাদৎ হোসেন পালিয়ে যায়।
শাহাদৎ (৩০) শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামের সাহেব আলীর ছেলে। তাকে মঙ্গলবার বিকালে বেনাপোলের আমড়াখালী এলাকা থেকে আধা কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছিল পুলিশ।
বেনাপোল স্থলবন্দর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, বুধবার সকালে কনস্টেবল খালিদ হোসেন ও ইমদাদ হোসেন একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল করে শাহাদৎকে নিয়ে যশোর আদালতে যাচ্ছিলেন।
পথে নবীনগর এলাকায় বৃষ্টি নামলে পুলিশ আসামি নিয়ে একটি দোকানের নীচে আশ্রয় নেয়। এ সময় শাহাদৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়।
আসামিকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।