মাদারীপুরের কালকিনি উপজেলায় জনসংযোগ চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ।  এ সময় গোলাপের গাড়িবহর আটকে দেওয়া হয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।


উপজেলার আলীনগরে ইউনিয়নে শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এটি পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগকারী মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নির্বাচনী এলাকা। তিনি এই আসন থেকে টানা কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন।

আব্দুস সোবাহান গোলাপ মাদারীপুর-৩ (কালকিনি ও সদরের একাংশ) আসন থেকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা জানিয়ে গত ছয় মাস ধরে এলাকায় জনসংযোগ ও প্রচার চালিয়ে আসছেন। স্থানীয়রা জানায়, সকালে কালকিনি থেকে এনায়েতনগর ইউনিয়নে যাওয়ার পথে আলীনগর ইউনিয়ন পরিষদের সামনে গোলাপ ও তার সঙ্গীদের আটকে দেয় একদল লোক। তখন দুই পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি চলতে থাকে। এক পর্যায়ে পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটে।


কালকিনি থানার ওসি এ কে এম শাহিন মণ্ডল সাংবাদিকদের বলেন, গোলযোগের খবর পেয়েই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। তবে প্রধানমন্ত্রীর সহকারী গোলাপ অক্ষত রয়েছেন। হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।