হাই কোর্ট জানতে চেয়েছে কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় প্রশাসন কেন জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্র্মীয় উগ্রপন্থীরা ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির ও ৩০টি বাড়িসহ দোকান পুড়িয়ে দেয়া হয়।
পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে নতুন করে বৌদ্ধ বসতিতে হামলা হয়।
শনি ও রবিবারের ওই ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আদালতের দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, কক্সবাজার ও চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়ার ওসিকে সাত দিনের মধ্যে এই রুলের জবাব দিতে হবে এবং ওইসব এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেও আদেশ দিয়েছে আদালত।