ফরিদপুরের সাথে সারা দেশের বাস যোগাযোগ বন্ধ করে দিয়েছে জেলা বাস মালিক সমিতি।

ফরিদপুর জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক সুজিত কুমার মিঠুকে পুলিশি গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার থেকে এমন কর্মসূচী পালন করছে সমিতি।

জেলা বাস মালিক কর্তৃপক্ষ জানায়, মিঠুকে মুক্তি না দেয়া পর্যন্ত এ বাস ধর্মঘট অব্যহত থাকবে।  কোন প্রকার পূর্ব ঘোষনা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। বাস বন্ধ থাকায় যাত্রীরা টেম্পু, অটো রিক্সাসহ বিকল্প বাহনে যাতায়াত করছে।

উল্লেখ্য সোমবার মধ্যরাতে পুলিশ একটি মামলায় ফরিদপুর জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক সুজিত কুমার মিঠুকে গ্রেফতার করে।