ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাস্তাঘাট মেরামত করে যান চলাচলের উপযোগী করা হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংস্কারকাজ পরিদর্শনে গিয়ে গাজীপুরের ভোগড়া এলাকায় এ কথা বলেন তিনি। তাকে ফাঁকি দেয়ার সুযোগ নেই-এ হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, ফেইসবুকে তিনি রাস্তার ছবি দেখতে পান।

রাস্তাঘাটে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে-এ কথা উল্লেখ করে যে কোনো প্রয়োজনে তাকে ফোন দেয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের।

এ সময় যোগাযোগমন্ত্রী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেরামত ও ৪ লাইনের কাজ পরির্দশন করেন।

ঈদে রাস্তা সচল রাখতে ময়মনসিংহের ভালুকায় প্রশাসনিক কর্মকর্তা ও সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।