বিশ্বখ্যাত বক্সার মোহাম্মদ আলীর শৈশবের স্মৃতিবিজড়িত কেন্টাকির লুইসভিলের বাড়িটি বিক্রি হয়ে যাচ্ছে। বাড়িটির মালিক স্টিভ স্টিফেনসন সোমবার বাড়িটি বিক্রির ঘোষণা দিয়েছেন। দাম হাঁকিয়েছেন ৫০ হাজার ডলার। যদিও স্থানীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এ বাড়ির বাজারমূল্য সাড়ে ২৩ হাজার ডলার বলে জানিয়েছে। গাছ-গাছালিঘেরা একতলা বাড়িটিতে মা-বাবা ও ভাই-বোনসহ বাস করতেন মোহাম্মদ আলী। ১২ বছর বয়স পর্যন্ত ওই বাড়িতে ছিলেন তিনি, তখন তার নাম ছিল ক্যাসিয়াস মারসেলাস ক্লে।
পরিণত বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম ধারণ করেন তিনি। ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের তত্কালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মোহাম্মদ আলীকে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পদক দেন। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন এই জীবন্ত কিংবদন্তি খ্যাতির চূড়ান্ত শিখরে পৌঁছলেও বাল্যকালের বাড়িটিকে ভোলেননি কখনও। গত বছরের শুরুর দিকে নিজের ৭০তম জন্মদিনে এখানে এসেছিলেন তিনি।
বাড়ির কাছে গড়ে তুলেছেন ‘মোহাম্মদ আলী সেন্টার’ নামে একটি জাদুঘর কাম শিক্ষা কেন্দ্র। বর্তমানে তিনি পারকিনসন নামের এক জটিল রোগে ভুগছেন। চিনতে পারছেন না পরিচিত মানুষদেরও। ক্যালওয়ে (বয়স ৬৩) নামের এক প্রতিবেশী জানান, মোহাম্মদ আলী খুবই বন্ধুবত্সল ছিলেন। লুইসভিলের মেয়র গ্রেগ ফিশার ঘোষণা দিয়েছেন, বাড়িটিকে কীভাবে সংরক্ষণ করা যায় সে ব্যাপারে উদ্যোগ নিবেন তারা।
ডেইলি মেইল।