বগুড়ার নন্দীগ্রামে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষের সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত নন্দীগ্রাম বাস স্ট্যান্ড ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মির্জা সাকিলা দিল হাসিব বলেন, “সংঘর্ষ এড়াতে এবং আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
তিনি আরও বলেন, নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগের শফিউল আলম বুলুর সমর্থকরা এবং জাহিদুর রহমানের সমর্থকরা পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে।