ঢাকাকে ইসলামী সংস্কৃতির রাজধানী (ক্যাপিটাল অব ইসলামিক কালচার) হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে বর্ষব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করছে সরকার।

ইসলামিক এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইএসইএসসিও) এবং তথ্য মন্ত্রণালয় যৌথভাবে বর্ষব্যাপী এ অনুষ্ঠানমালার আয়োজন করছে। এতে ওআইসিভুক্ত ৫৭টি দেশ অংশ নিচ্ছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ জুলাই ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় এ অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ তথ্য দেন। 

তথ্যমন্ত্রী জানান, উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ক্যালিওগ্রাফি চিত্র প্রদর্শনী, ঢাকা শহরের ইসলামিক স্থাপনা বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী চিন্তাবিদদের ওপর সেমিনার, ইসলামিক বিষয়ে লেখা বইয়ের মেলাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

চলতি জুলাই থেকে নভেম্বর পর্যন্ত আরো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান মন্ত্রী।

মন্ত্রী জানান, ঢাকা ক্যাপিটাল অব ইসলামকি কালচার ফর এশিয়া রিজিওন-২০১২ আয়োজনের মধ্য দিয়ে বিশ্বে বাংলাদেশের পরিচিতি এবং ভাবমূর্তি সমুজ্জ্বল করা এ আয়োজনের লক্ষ্য।
 
আবুল কালাম আজাদ আরো জানান, বর্ষব্যাপী এ অনুষ্ঠানমালার তিনটি ইতোমধ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ থেকে ২৯ মে টেকনোলজি, ইনফরমেশন এবং কমিউনিকেশন বিষয়ে আইএসইএসসিওর সদস্য দেশগুলোর সদস্যদের প্রশিক্ষণ, গত ২৫ থেকে ২৮ জুন সাক্ষরতা প্রোগ্রাম পরিকল্পনায় অধুনিক টুলস ব্যবহার শীর্ষক উপ-আঞ্চলিক কর্মশালা এবং গত ৯ থেকে ১১ জুলাই গবেষণা প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্ট প্রোগ্রাম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।