বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন মংলার একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খুলনার রূপসা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গতকাল একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ঠ-১১-২০৩৬) তল্লাশি করে চোরাচালানকৃত ভারতীয় থ্রি-পিস, শাড়ি ও গাড়ির যন্ত্রাংশসহ বিপুল পরিমাণ মালামাল আটক করেছে।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। আটককৃত অবৈধ ভারতীয় মালামাল ও কাভার্ড ভ্যান আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

এছাড়া অবৈধ ড্রেজিং বন্ধে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলার দু’টি টহলদল নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার ধলেশ্বরী ও মেঘনা নদীতে অভিযান চালায়। সকাল সাড়ে সাতটার দিকে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সোনারগাঁও উপজেলার নুনের টেক সংলগ্ন অঞ্চলে কোস্ট গার্ড আল্লাহর দান ড্রেজার ও এম এম সাহা ড্রেজার-৩ নামে ২টি ড্রেজার আটক করে। আটককৃত ড্রেজার সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল-আমীন এর নিকট আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

অবৈধভাবে বালু উত্তোলনে মেঘনা, ধলেশ্বরী, বুড়ীগঙ্গা ও শীতল্যা নদীসমূহের অভ্যন্তরে এবং তীরবর্তী চর অঞ্চলে ভূমির ক্ষতিরোধে কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।