সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আবদুল মতিন চৌধুরী আর নেই। বার্ধক্যজনিত রোগে ভুগে শনিবার সকালে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিলো ৭২ বছর।

আব্দুল মতিনের ভাতিজা মনিরুজ্জামান চৌধুরী জানান, সকাল সোয়া ১০টায় সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে বিএনপি নেতার মৃত্যু হয়।

২০০২ সালে মস্তিস্কের রক্তক্ষরণের পর সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসাতালে চিকিৎসা হয় মতিনের। এরপর থেকে তিনি অসুস্থতার মধ্যে ছিলেন।

মনিরুজ্জামান চৌধুরী জানান, গত দুই মাস ধরে তার চাচা মনোয়ারা হাসপাতালে ছিলেন।

শনিবার বিকাল ৩টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মতিনের প্রথম জানাজা হবে বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  জানিয়েছেন। এরপর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।

রোববার সকাল ১১টায় মতিনের দ্বিতীয জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।