শুক্রবার রাত ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌরভ নামে বুয়েটের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি এমএ রশীদ হলের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী।

বুয়েটের ছাত্ররা জানান,  শুক্রবার ছিল সপ্তম ব্যাচের রেগ ডে। এ উপলক্ষে ক্যাম্পাসে আলোকসজ্জা করে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে রঙ মাখামাখির এক পর্যায়ে সৌরভ আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় সৌরভকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।